খুব সহজেই জাতীয় পরিচয়পত্র (NID) হাতে পাওয়ার উপায়, অনলাইনে আবেদন পত্র ও প্রফাইল বানানোর পদ্ধতি

সহজেই NID জাতীয় পরিচয়পত্র বানানো ও ডাউনলোড

https://services.nidw.gov.bd/registration
অনলাইনে সহজেই NID জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায় বলে দেয়া হল। আপনারা ধারাবাহিক ফরম পূরণ করে সফল ভাবে খুব সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে নিন।
এই পদ্ধতি্তে আপনি এনআইডি অনলাইন কপি পাবেন, যা বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।

যারা ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন, কিন্তু এনআইডি (NID) হাতে পাননি, তারা আপনার ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর ব্যবহার করে এনআইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
অথবা আপনার যদি এনআইডি কার্ড হারিয়ে থাকেন, কিন্তু এনআইডি নম্বরটি যদি আপনার জানা থাকে তাহলেও আপনি এই পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার চেষ্টা করতে পারেন। সফল হওয়ার সম্ভাবনা আছে।

NID ডাউনলোড করার উপায়
স্টেপ ১ – NID নম্বর সংগ্রহঃ
আপনার নিকট যদি আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর থেকে থাকে, তাহলে সরাসরি ২য় ধাপে যান। আর আপনি যদি এনআইডি কার্ডের জন্য ছবি তুলে থাকেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি, তাহলে এই ধাপ থেকেই শুরু করুন।

কম্পিউটার ব্রাউজারে প্রথমে এখানে যান URL এ লিখুনঃ https://services.nidw.gov.bd/voter_center এবং ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা সঠিকভাবে পূরণ করে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার সংগ্রহ করুন। আপনার ভোটার নিবন্ধন ফরম পূরণ করে থাকলে সরাসরি এই লিংকে ক্লিক করুন বা কপি করে ব্রাউজারের URL পেস্ট করুন বা লিখুনঃ https://services.nidw.gov.bd/nid-pub/?session-expired=true

NID জাতীয় পরিচয়পত্র Mobile phone support

মোবাইলের ক্ষেত্রে পুরা বা স্ক্রিন ফুল না এলে এই লিংকটি https://services.nidw.gov.bd/voter_center কপি করে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে দিয়ে ডেস্কটপ মুডে ভিজিট করুন।
গুগল ক্রোমে নতুন ট্যাব ওপেন করে উপর দিকে ডান পাশে তিনটি ডটের উপর ক্লিক করলে ডেস্কটপ মুড অপশন পাবেন। সেখানে টিক দিয়ে লিংকটি ওপেন করুন।

মোবাইল থেকে এসএমএস করেও সহজেই NID জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়

যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন কিন্ত NID এখনো হাতে পাননি তারা খুব সহজেই NID নম্বর পেতে পারেন। এজন্য, আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন nid স্পেস দিয়ে ফরম নম্বর স্পেস দিয়ে জন্ম তারিখ (দিন-মাস-বছর)। মেসেজটি পাঠান ১০৫ নম্বরে। ফিরতি মেসেজে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর পাবেন।

আপনি যেভাবে SMS করবেন, মেসেজের উদাহরণঃ nid 1990854597 02-01-1990

NID হেল্পলাইনঃ অফিস খোলা দিনসমূহে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন 105 নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা নেওয়া যাবে।

আপনি ভোটার হয়ে থাকলে রেজিষ্ট্রেশন করে অনলাইনে NID ডাউনলোডের সুবিধা নিতে পারবেন। রেজিষ্ট্রেশন করতে নিন্মের ধাপসমূহ অনুসরণ করুনঃ

সহজেই NID জাতীয় পরিচয়পত্র online register

আপনার প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।।
আপনার এন আই ডি কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।।
তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
নিচের ঠিকানা ভিজিট করুন ও জাতীয় পরিচয়পত্রের অনলাইন সেবায় রেজিস্টার করুনঃ https://services.nidw.gov.bd/nid-pub/claim-account

অধিক জানতে ভিজিট ক্রুনঃ

http://kidsshopworld.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu